আজঃ Thu, April 03, 2025 - 5:25:21

প্রবীর মিত্র

কৃতি সন্তান
জিসান আহমেদ
পোস্টঃ 10/07/2020

প্রবীর মিত্র (জন্ম: ১৮ই আগস্ট , ১৯৪০) হলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা৷ তিনি ৭ম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে "বড় ভাল লোক ছিল" চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতার পুরস্কারে ভূষিত হন ৷ প্রবীর মিত্র চাঁদপুর শহরে এক কায়স্থ পরিবারে জন্ম গ্রহণ করেন। বংশপরম্পরায় পুরনো ঢাকার স্থায়ী বাসিন্দা প্রবীর মিত্র। তিনি ঢাকা শহরেই বেড়ে উঠেন৷ তিনি প্রথম জীবনে সেন্ট গ্রেগরি থেকে পোগজ স্কুলের গন্ডি পেরিয়ে জগন্নাথ কলেজ (বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়) থেকে স্নাতক সম্পন্ন করেন। প্রবীর মিত্রের স্ত্রী অজন্তা মিত্র ২০০০ সালে মারা গেছেন। তার এক মেয়ে তিন ছেলে। ছোট ছেলে ২০১২ সালে ৭ই মে মারা গেছেন।
© শ্যামল বাংলা 2025