ফাসিয়াখলী সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে বিট পুলিশ মতবিনিময় সভা
জিসান আহমেদ / 22 অক্টোবর
সকলে বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘ ঐতিহ্য বজায় রাখতে, সকলের সহযোগিতা, সহমর্মিতা, ধৈর্য্য এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে ফাসিয়াখলীর সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য, সকলের প্রতি অনুরোধ জানান।
৬নং বিট, ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের বিট অফিসার এস আই মোঃ ফরিদ হোসেন এর সঞ্চালনায় সম্প্রতি সভায় উপস্থিত ছিলেন, মুসলিম ধর্মের প্রতিনিধি গুলিস্তান বাজার আশরাফিয়া ইসলামিয়া মাদ্রাসার পরিচালক মৌলানা মমতাজুল হক, হায়দারনাশী এম এস দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ হোসাইন, খ্রিস্টান ধর্মের প্রতিনিধি, ডাঃ গৌরাঙ্গ দাশ ও মাইকেল ধর,হিন্দু ধর্মের প্রতিনিধি নেপাল সুশীল, অজিৎ চন্দ্র শীল ও বিমল চন্দ সেন সহ আরো উপস্থিত ছিলেন ফাঁসিয়াখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ শাহাজাহান ফারুকী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক মোরশেদুল আলম চৌধুরী ও মোঃ ফরিদুল আলম বাবলু সহ আরো স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং সর্বোপরি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে, সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক বিষয়ে বিট পুলিশিং কার্যালয়ে এ সভার আয়োজন করা হয় । বিট পুলিশ অফিসার এস আই মোঃ ফরিদ হোসেন বলেন, বিট পুলিশিং নিয়মিত কার্যক্রমের মাধ্যমে সমাজ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল এবং ধর্ষণবিরোধী সভার আয়োজনের মাধ্যমে মানুষকে সচেতন করার জন্য কাজ করে যাচ্ছে বিট পুলিশিং কার্যলয়
এছাড়া উক্ত মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীগণ ও গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন