বান্দরবান লামায় বাস ও কার্গোতে মুখোমুখি সংঘর্ষ, নারী শিশু সহ আহত ৩৪ নিহত ১
জিসান আহমেদ / 06 অক্টোবর
স্টাফ রিপোটাস মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী
লামায় যাত্রীবাহি বাস ও কার্গো ট্রাকে মুখোমুখি সংঘর্ষে ৩৪জন আহত ও নিহত ১ হয়েছে। বুধবার (০৬ অক্টোবর) সকাল ১০টায় লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা মাদানীনগর এলাকায় এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। বাসটি যাত্রী নিয়ে লামা থেকে চকরিয়া যাচ্ছিল এবং কার্গো ট্রাকটি মিনারেল ওয়াটা সহ মালামাল নিয়ে চট্টগ্রাম থেকে লামা বাজারে আসছিল।