লামা আলীকদম চকরিয়া সড়কে কালভার্ট ভেঙ্গে যান চলাচল বন্ধ
মোরশেদ আলম / 11 আগস্ট
মোঃমোরশেদ আলম চৌধুরী
বান্দরবান লামা আলীকদম চকরিয়া প্রধান সড়কের মধুঝিরি মাষ্টারপাড়া এলাকায় ১টি কালবার্ট ভেঙ্গে সড়ক পথে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার রাত ৮টায় মধুঝিরি মাষ্টার পাড়া এলাকায় প্রধান সড়কের উপর নির্মিত দীর্ঘ দিনের (অর্ধশত বছর) পুরোনো কালবার্ট এর নিচের মাটি সরে গেলে, ইটের গাথুনী দ্ধারা নির্মীত গাইড ওয়ালটি হেলে যায়। যার কারণে কালবার্টটি ধসে যান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যায়।