আজঃ Fri, April 18, 2025 - 12:25:28
Union ads Xx

নড়াইল সোনালী ব্যাংক চত্বর থেকে ৪ লাখ টাকা খোয়া !

খবর
Admin
পোস্টঃ 07/01/2021

০৭ জানুয়ারি ২০২১ ■ আপডেটঃ নড়াইলে সোনালী ব্যাংক চত্বর থেকে এক ব্যবসায়ীর ৪ লাখ টাকা খোয়া যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। মো. কামরুল ইসলাম নামের ওই ভূক্তভোগি ব্যবসায়ীর বাড়ি শহরের ভওয়াখালী এলাকায়। আজ (৭ জানুয়ারী) দুপুর ১২টার দিকে সোনালী ব্যাংকের নড়াইল শাখার চত্বর থেকে ওই টাকা খোয়া যায়।

ব্যবসায়ী মো. কামরুল ইসলাম অভিযোগে জানান, বেলা সাড়ে ১১টার দিকে বাসা থেকে ৪ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে বের হই। আরও টাকা তুলতে সোনালী ব্যাংকের সামনে যাই। সঙ্গে আমার এক ভাই ছিলেন। তিনি ব্যাংকের ভেতরে যান। আমি ব্যাংক চত্বরে মোটরসাইকেলে বসেছিলাম। একটি বাজারের ব্যাগে ওই চার লাখ টাকা মোটরাইকেলের হ্যান্ডেলে ঝোলানো ছিল। অপরিচিত এক ব্যক্তি এসে পেছন দিক থেকে আমাকে ডাক দিলে পেছন ফিরে তাঁর সঙ্গে কথা বলছিলাম। প্রায় দু’মিনিট কথা বলার পর কথা ওই ব্যাক্তি চলে গেলে হ্যান্ডেলের দিকে তাকিয়ে দেখি ব্যাগ নেই।

সোনালী ব্যাংক নড়াইল শাখার ব্যবস্থাপক মো. আবু সেলিম বলেন, ব্যাংকের সিসি ফুটেজেও দৃশ্যটি পাওয়া যাচ্ছে না।
নড়াইল সদর থানার পরিদর্শক (অপারেশন) শিমুল কুমার দাস জানান, এ ঘটনায় মো. কামরুল ইসলাম একটি জিডি করেছেন। আমরা কাজ শুরু করেছি।
নড়াইল জেলা প্রতিনিধি
মোঃ তরিকুল ইসলাম
লোহাগড়া ,নড়াইল
01521454858
Union ads Xx
© শ্যামল বাংলা 2025