






























নির্যাতিতা প্রতিবন্ধীর বাবা মো জাহিরুল ইসলাম এর অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবেশী মো: আকবর আলীর পুত্র মোঃ আসাদুজ্জামান আসাদ (২৮) সরলতার সুযোগ নিয়ে আমার মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আসাদের নির্জন টিউবয়েল পাড়ে একাধিকবার তার প্রতিবন্ধী কন্যাকে ধর্ষণ করেন। আর ধর্ষণের ফলে তার মেয়ে অন্তঃসত্ত্বা হয়েছে। গত ১ডিসেম্বর ২০২০ ইং রোজ মঙ্গলবার দুপুর আনুমানিক 12 ঘটিকার সময়
সম্প্রতি অসুস্থ বোধ করলে স্থানীয় নেকমরদ বাজারে এক ডাক্তারের কাছে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে ওই প্রতিবন্ধীর কয়েকটি পরীক্ষা করানো হলে অন্তঃসত্ত্বার বিষয়টি ধরা পরে। ঘটনাটি ধামাচাপা দেওয়া ও বাচ্চাটিকে নষ্ট করার প্রচেষ্টা চালান ২নং নেকমরদ ইউনিয়ন পরিষদের দুর্লভপুর ওয়ার্ডের মেম্বার মো আজিজুর রহমান (মহির) ও ধর্ষণ কারীর বাবা মো আকবর আলি সহ স্থানীয় মাতব্বর গণ|
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাহিদ ইকবাল জানান, ঘটনাটি জানার পরপরই নির্যাতিতা প্রতিবন্ধীকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।
অভিযুক্ত মো আসাদুজ্জামান (আসাদ) পলাতক রয়েছেন।