






























অভিভাবকদের অন্য দাবিগুলো হলো মান সম্মত অনলাইন ক্লাস নিশ্চিত করা, প্রতি সপ্তাহে নিয়মিতভাবে ‘ওয়ার্কশিট’ আপলোড করা এবং করোনকালে যদি কোনো অভিভাবক বেতন দিতে না পারেন তাহলে সেই অভিভাবকের সন্তানের অনলাইন ক্লাসের সুযোগ বন্ধ করা যাবে না। একই সঙ্গে অপারগ অভিভাবককে টিউশন ফি পরিশোধে পর্যাপ্ত সময় দিতে হবে।
অভিভাবকেরা বলেছেন, করোনাকালে সব নাগরিকই আর্থিক সংকটে আছেন। আবার করোনার কারণে স্কুল বন্ধ থাকায় স্কুলের খরচও কমেছে। এসব বিবেবচনায় টিউশন ফি কমানোর দাবি করেন তাঁরা।