নড়াইল ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার( ১) এক
খবর
জিসান আহমেদ
পোস্টঃ 05/01/2021
নড়াইল ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার( ১) এক।
পুলিশ সুপার স্যারের নির্দেশক্রমে মাদকবিরোধী অভিযানে গোপন তথ্যের ভিত্তিতে ৪ জানুয়ারী ২১খ্রি. রাতপ ১০.১৫ ঘটিকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ মেহেদি হাসান (২৫), পিতাঃ মনজুর শেখ, সাং ডুমুরতলা বেগ পাড়া (পৌরসভা), থানা ও জেলা নড়াইল কে, নড়াইল পৌরসভাধীন ভূওয়াখালী পুরাতন বাস টার্মিনাল ফলপট্টির সামনে পাকা রাস্তার উপর হইতে- আমি এএসআই আনিস, সঙ্গীয় এএসআই মাফুজুর রহমান, এএসআই সেলিম মুন্সি, এএসআই মফিজুর রহমান, কং/ বখতিয়ার, শিবলি, সরোয়ার সহ গ্রেপ্তারকৃত আসামীর নিকট হইতে ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক গ্রেফতার করি। পরবর্তীতে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নড়াইল সদর থানায় নিয়মিত মামলা নং ৫ তাং ০৫/০১/২১ রুজু করা হয়। আসামী গ্রেপ্তার করা কালীন সময়ে আরও একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পালিয়ে যাওয়া আসামী কে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।
নড়াইল প্রতিনিধি
মোঃ তরিকুল ইসলাম
লোহাগড়া ,নড়াইল।
01521454858