নবাবগঞ্জে চলছে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২০-২০২১ইং
খবর
Admin
পোস্টঃ 04/01/2021
মোঃ সাহরিয়ার কবির
নবাবগঞ্জ উপজেলাঃপ্রতিনিধি
ঢাকার নবাবগঞ্জের রাধাকান্তপুর কমিউনিটি ক্লিনিকে ক/২- এ,বি,সি তিনটি ইউনিটে ৪জানুয়ারি সোমবার সকাল ১০টা থেকে থেকে বিকাল ৫ টা পর্যন্ত ৯মাস থেকে ১০ বছরের কম বয়স পর্যন্ত প্রায় ২৩০ টি শিশুকে জাতীয় হাম-রুবেলা টিকাদান প্রদান করা হয়। নবাবগঞ্জে প্রায় ৯০ হাজার শিশুকে এই টিকা দেয়া হবে।
গত ১২ই ডিসেম্বর ২০২০ইং থেকে শুরু করে ২৪শে জানুয়ারি ২০২১ইং তারিখ পর্যন্ত জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি চলমান রয়েছে।সারা দেশের ন্যায় গত ১৯ই ডিসেম্বর রোজ শনিবার থেকে হাম নির্মুল ও রুবেলা নিয়ন্ত্রণে এই ক্যাম্পেইন শুরু হয় নবাবগঞ্জে। ২০২১ সালের ২৪শে জানুয়ারি পর্যন্ত এই টিকাদান কর্মসূচি চলমান থাকবে।
এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শহিদুল ইসলাম শ্যামল বাংলা ডটকম কে জানান প্রতি বছর এক সপ্তাহের মধ্যেই কর্মসূচি সম্পন্ন হয়ে থাকে কিন্তু বর্তমান সময়ে করোনা পরিস্থিতির বিষয়টি বিবেচনায় নিয়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে প্রায় দের মাস ব্যাপি ধাপে ধাপে ক্যাম্পেইনগুলো পরিচালিত হবে।