আজঃ Fri, April 18, 2025 - 12:28:03
unlimited

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত

খবর
Admin
পোস্টঃ 04/01/2021

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত
চকরিয়া কক্সবাজার আসামী হাজির হইবরে আদেশ যেহেতু নিম্ন তপসিলে উল্লেখিত আসামী, আসামীদের বিরুদ্ধে পরোয়ানা জারী রয়েছে এবং ফৌজদার কার্যবিধি ১৮৯৮ এর ৮৮ ধারা মোতাবেক আসামি/আসামিগন গ্রেফতার এড়াবার সম্ভানা রয়েছে এবং আতবা গোপনে উক্ত আসামী /আসামীদেরকে শীঘ্রই ধৃত কবার সম্ভবনা নাই সেইহেতু ফৌজদারী কার্যবিধি ৩৩৯(কি) (১)ধারার ক্ষমতা বলে আসামী /আসামীদরকে তার নামের পার্শ্বে বর্ণিত মামলার বিচারের জন্য পত্রিকা প্রকাশের ১০ দিনেরমধ্যে অত্র আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে অন্যথায় তাদের অনু পস্হিতিতে বিচারকার্য পরিচালিত হবে,।
(মামলার বিবরণ স্মারক ৫০৬৭/২০ সি,আর ৯৪৯/১৭ ধারা ১৪৩/৩২৩/৩০৭/)
(আসামীর নাম ও ঠিকানা নামা বাবুল,পিতা:সোনামিয়া সাং নতুন পাড়া:৮নং ওয়ার্ড ইউনিয়ন ডুলহাজারা, থানা, চকরিয়া জেলা কক্সবাজার
unlimited
© শ্যামল বাংলা 2025