আজঃ Fri, April 18, 2025 - 12:35:06
Union ads Xx

ঠাকুরগাঁওয়ে বাঁশঝাড় থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

খবর
Admin
পোস্টঃ 03/01/2021

মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয় বাঁশঝাড় থেকে শামসুল হক (৫৫) নামর এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

রাবিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজলার শুখানপুকুরি ইউনিয়নর কামাতপাড়া কালিকাগাওয়ের একটি বাঁশঝাড় থেক তার লাশ উদ্ধার করা হয়। শামসুল হক ওই এলাকার হাসমত আলীর ছেলে বলে তথ্য পাওয়া যায়।

শুখানপুকুরি ইউনিয়নর চয়ারম্যান আনিসুর রহমান জানান, সকালে কালিকাগাওয়ের একটি বাঁশঝাড়ের পাশে এলাকাবাসী তার লাশ দখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে নিয়ে যায়।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীরুল ইসলাম জানান, তাকে খুন করা হয়েছে এ সন্দেহ থেকেই তার লাশ ময়না তদন্ততের জন্যে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে ভালো ভাবে জানা যাবে তবে আমরা তদন্ত অব্যাহত রেখেছি। এ বিষয় থানায় অপমৃত্যুর একটি মামলাও হয়েছ।
Upzila ads xx
© শ্যামল বাংলা 2025