






























মোঃ আবুল হুসাইন মনিরুল, শ্রীমঙ্গল।
২০২১ নববর্ষের প্রথম দিনের অনেক প্রোগাম শেষে সন্ধ্যা ৬ টা থেকে একটি ভিন্ন উদ্যোগে র মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা ও উপহার পৌঁছানো
শহর থেকে দূরে পাহাড়ি এলাকার আঁকা বাঁকা পাহাড়ি পথে পেরিয়ে বসবাসরত ২২০ পরিবার ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সম্প্রদায় ও চা শ্রমিকদের মাঝে শীতকালীন কম্বল বিতরণ করেন ও তাদের জন্য শুভ নববর্ষ ২০২১ কেক উপহার হিসেবে নিয়ে উপস্থিত উপস্থিত হন -
কাইলিন নাহার খাসিয়া পুঞ্জি, লংলিয়া খাসিয়া পুঞ্জি, আসলাম নাহার পুঞ্জি, ও টিপড়াছড়া চা শ্রমিকদের মাঝে কম্বল এবং খাসিয়া পুঞ্জির সম্প্রদায় ইংরেজি নববর্ষের কেক উপহার নিয়ে পৌঁছান।
খাসিয়া সম্প্রদায় মানুষগুলো মাঝে, রাত ১২.২০ মিনিট পর্যন্ত তাদের সাথে উদযাপন শেষে, নতুন বছরের দিনটি শুভ সূচনা মধ্যে দিয়ে সমাপ্তি করলেন -
উপজেলা নির্বাহী অফিসার শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
জনাব নজরুল ইসলাম মহোদয়, সহধর্মিণী সহ সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিসেট্রট জনাব মোঃ নেছার উদ্দিন মহোদয়, উপজেলা ইঞ্জিনিয়ার জনাব সঞ্জয় মহন।
যুব উন্নয়ন কর্মকর্তা জনাব অসীম কর মহোদয়
এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
জনাব প্রেম সাগর হাজারা,
উপজেলা পরিষদ, শ্রীমঙ্গল মৌলভীবাজার।
এক ভিন্ন আয়োজনের মধ্য দিয়ে, মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা পৌঁছান।
উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল মৌলভীবাজার।