আজঃ Fri, April 18, 2025 - 12:29:49
Upzila ads xx

শ্রীমঙ্গলে র‌্যাব- ৯ এর উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ

খবর
Admin
পোস্টঃ 02/01/2021

মো:আরিফুল হক,শ্রীমঙ্গল শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে র‌্যাব সেবা সপ্তাহ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (২ জানুয়ারি) র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের আয়োজনে সিরাজনগর গাউছিয়া জালালিয়া মমতাজিয়া ছুন্নিয়া ফাজিল মাদ্রাসার গাউছিয়া নেওয়াজ এতিমখানার ১২০ জন এতিম শিশুদের মাঝে এসব খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিপিসি-২ শ্রীমঙ্গল র‌্যাব-৯ এর কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি, স্কোয়াড কমান্ডার এএসপি আফসান আল আলম, মাদ্রাসার সভাপতি আল্লামা শেখ মোহাম্মদ আব্দুল করিম, প্রিন্সিপাল মুফতি শেখ শিব্বির আহমদসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও র‌্যাব -৯ এর অন্যান্য সদস্যগণ।

উল্লেখ্য গত ১ জানুয়ারি ২০২১ র‌্যাব সেবা সপ্তাহ শুরু হয়েছে, চলবে আগামী ১১ জানুয়ারি ২০২১ পর্যন্ত।
Union ads Xx
© শ্যামল বাংলা 2025