আজঃ Fri, April 18, 2025 - 12:30:27
unlimited

চেয়ারম্যান কাপ ক্রিকেট  টুর্নামেন্টের শুভ উদ্বোধন

খবর
Admin
পোস্টঃ 01/01/2021

জামিরুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধি, জয়পুুরহাট জেলার পাঁচবিবি থানার কুসুম্বা ইউনিয়নের সাড়ারপাড়া গ্রামে প্রতি বছরের ন্যায় এবারও চেয়ারম্যান কাপ ক্রিকেট টুর্নামেন্টের সিজন 5 এর আয়োজন করেন ।
প্রতি বছরের ন্যায় এবারও চেয়ারম্যান কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেন সাড়ারপাড়া স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন ।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব মোঃ মুক্তার হোসেন মন্ডল চেয়ারম্যান ৭নংকুসুম্বা ইউনিয়ন পরিষদ, বিশষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিকুল আলম বাবু,জনাব মোঃ মান্নান মন্ডল সাধারণ সম্পাদক পুলিশিং কমিটি, আলহাজ্ব আবু ফারা মোঃ শামসুদ্দোহা সাবেক প্রভাষক কারমাইকেল কলেজ রংপুর , সভাপতিত্ব করবেন আলহাজ হাসান মন্ডল প্রধান অতিথির বক্তব্যে মোঃ মুক্তার হোসেন মন্ডল বলেন খেলাধুলা মাঝে থাকলে মাদক থেকে মুক্ত থাকবে আর মাদক থেকে মুক্ত থাকতে হলে খেলা ধোলা দরকার আছে ছাত্র ছাত্রী লেখাপড়া এবং খেলা ধুলার মাঝে থাকে তাহলে মাদক থেকে মুক্ত থাকবে, সাড়ারপাড়া স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন তাদের স্লোগান খেলা ধোলাই বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল আয়োজনে সাড়ারপাড়া স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন ।

upazila ads
© শ্যামল বাংলা 2025