আজঃ Fri, April 18, 2025 - 12:33:30
Upzila ads xx

রানীশংকৈলে কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন সিডি এর আয়োজনে করোনা মহামারীতে দারিদ্র জনগণের মাঝে ত্রান বিতরন

খবর
মোঃ আকতারুল ইসলাম আক্তার
পোস্টঃ 30/12/2020

মো আকতারুল ইসলাম আক্তার,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: আজ ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলায় আজ বুধবার ৩০ ডিসেম্বর সকাল ১১ টায় কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) এর সহাতায় দারিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠির মাঝে করোনা মহামারীতে খাদ‍্য সহায়তা হিসেবে ৭৪ জনের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন।

উক্ত ত্রান বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,উপজেলা চেয়ারম‍্যান শাহরিয়ার আজম মুন্না,সাবেক অধ‍্যক্ষ তাজুল ইসলাম,মুখ‍্য সহায়ক (সিডিএর) নির্বাহী পরিচালক শাহই মবিন জিন্নাহ,নিবার্হী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন ষ্ট্রীভ,বিষেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম‍্যান সোহেল রানা,মহিলা ভাইস চেয়ারম‍্যান শেফালী বেগম, সিডিএর ম‍্যানেজার জাহিদুর রহমান,সিডি এর সদস‍্য আবেদ আলী প্রমুখ।উক্ত ত্রানসামগ্রীতে ছিল,চাল ৫০ কেজি,আলু ০৫ কেজি,মসুল ডাল ০৩ কেজি,সয়াবিন ০২ লিটার,লবন ০২ কেজি,সাবান লাইফবয়১০০ গ্রাম,গুরোদুধ ৫০০ গ্রাম,মাস্ক  ০১ বক্স।

 

মো আকতারুল ইসলাম আক্তার

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

মোবাইল ০১৭৬২৯৬২৬৩৭

unlimited
© শ্যামল বাংলা 2025