ঘন কুয়াশায় কমলগঞ্জের লাউয়াছড়ায় সি এন জি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পিলারে সংঘর্ষ, নিহত ১ আহত ৪
খবর
Admin
পোস্টঃ 29/12/2020
ঘন কুয়াশায় কমলগঞ্জের লাউয়াছড়ায় সি এন জি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পিলারে সংঘর্ষ, নিহত ১ আহত ৪
মৌলভীবাজারের (ভানুগাছ - শ্রীমঙ্গল) সড়কের মাগুরছড়া পয়েন্টে রাত্র ১২ টায় ঘন কুয়াশার কারনে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে থাকা পিলারের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে সি এন জি ড্রাইভার সন্তোস বৈদ্য ( ৪৮ ) সাং: দুর্গাপুর কুলাউড়া ঘটনাস্থলেই মারা যায়। এ সময় সিএনজিতে থাকা অন্য ৪জন গুরুতর আহত হয়।
আহতদের সকলের বাড়ি কুলাউড়া উপজেলার দিলদার পুর চা বাগানে। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ এসে আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময় কর্তব্যরত চিকিৎসক সিএনজি ড্রাইভারকে মৃত ঘোষণা করেন।
সূত্র - সোহেল রানা ( ওসি তদন্ত) কমলগঞ্জ থানা।