মাশরাফী বিন মোর্ত্তজা এমপি’র উদ্যোগে নড়াইলে আয়োজিত হতে যাচ্ছে,বিজয় দিবস বঙ্গবন্ধু T-20 ক্রিকেট টুর্নামেন্ট ২০২০
খবর
Admin
পোস্টঃ 29/12/2020
বাংলাদেশের ক্রিকেটের কিংবদন্তি অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা এমপি'র উদ্যোগে নড়াইলে আয়োজিত হতে যাচ্ছে,বিজয় দিবস বঙ্গবন্ধু T-20 ক্রিকেট টুর্নামেন্ট ২০২০
আজ ২৯ ডিসেম্বর ২০২০,সন্ধ্যা ৬.০০ টায় নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করবেন জনাব মাহমুদউল্লাহ রিয়াদ,খেলোয়াড়,বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত থেকে মূল্যবান বক্তব্য রাখবেন জনাব ওবায়দুল কাদের এমপি
মাননীয় মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও
সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ।
বিশেষ অতিথিঃ
* জনাব এ্যাড.সুবাস চন্দ্র বোস
সভাপতি, নড়াইল জেলা আওয়ামী লীগ
*জনাব মোঃ নিজামউদ্দিন খান নিলু
সাধারণ সম্পাদক, নড়াইল জেলা আওয়ামী লীগ ও
চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদ,নড়াইল।
* জনাব এ্যাড.সোহরাব হোসেন বিশ্বাস
চেয়ারম্যান, জেলা পরিষদ,নড়াইল
*জনাব আনজুমান আরা
জেলা প্রশাসক, নড়াইল
* জনাব মোঃ জসীমউদ্দিন পিপিএম(বার)
পুলিশ সুপার, নড়াইল।
*জনাব শিকদার আব্দুল হান্নান রুনু
চেয়ারম্যান, উপজেলা পরিষদ,লোহাগড়া
*জনাব আশিকুর রহমান মিকু
সাধারণ সম্পাদক, নড়াইল জেলা ক্রীড়া সংস্থা
সার্বিক ব্যবস্থাপনায়ঃ মাশরাফী বিন মোর্ত্তজা
সংসদ সদস্য,৯৪,নড়াইল-২
ক্রীড়া-সংস্কৃতি-মুক্তিযুদ্ধের উর্বর ভূমি নড়াইল জেলার তরুণদের মাদকাসক্তি'সহ নানাবিধ সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে ও তরুণদের মাধ্যমে সমৃদ্ধির পথে এগিয়ে গিয়ে একটি সুস্থ-সুন্দর আগামী বিনির্মানের প্রত্যাশায় এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন।বিজয়ের মাসে বঙ্গবন্ধু'র নামে এমন ব্যতিক্রমী আয়োজন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতি নড়াইলের মানুষের স্মারক।
বিজয় দিবস বঙ্গবন্ধু T-20 ক্রিকেট টুর্নামেন্ট -২০২০ এর সফলতা কামনা করছি।
নড়াইল প্রতিনিধি
মোঃ তরিকুল ইসলাম
লোহাগাড়া, নড়াইল
01521454858