






























এসময় প্রধান অতিথি জনাব আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান (দিলিপ) বলেন তিনি উদ্দীপ্ত তারুণ্য কে সাথে নিয়ে পলাশকে একটি গ্রিন এন্ড ক্লিন পলাশ হিসেবে তৈরি করবে এবং সব সময় উদ্দীপ্ত তারুন্য এর পাশে থেকে উদ্দীপ্ত তারুণ্যকে সকল ভাবে সহায়তা করবেন।
বিশেষ অতিথি জনাব সৈয়দ জাবেদ হোসেন (জাবেদ) বলেন তিনি উদ্দীপ্ত তারুণ্য কে শিত বস্ত বিতরণ এর জন্য ধন্যবাদ জানিয়ে সবসময় উদ্দীপ্ত তারুণ্য এর পাশে থাকার আশা প্রকাশ করেন, উপস্থিত সবাই উদ্দীপ্ত তারুণ্য কে দিক নির্দেশনা মূলক বক্তব্য দিয়েছেন এবং উদ্দীপ্ত তারুণ্য কে মানুষের কল্যানে কাজ করার জন্য ধন্যবাদ জানিয়েছেন একটি সুন্দর ও সুশীল পলাশ গড়তে উদ্দীপ্ত তারুণ্য এর পাশে সব সময় থাকার আশ্বাস দিয়েছেন।
উদ্দীপ্ত তারুণ্য এর সদস্যারা বলেন আমরা গত বছর মাত্র ৭০টি কম্বল বিতরণ করেছিলাম তবে এ বছর আমরা মাননীয় সংসদ সদস্য ও আপনাদের সহায়তা ৪২০ টি কম্বল বিতরণ করতে সক্ষম হয়েছি। আমরা এ পর্যন্ত সব সময় মানুষের পাশে থেকে কাজ করেছি। এবং সামনেও আমরা মানুষের সেবায় কাজ করে বাংলাদেশের মধ্যে পলাশকে একটি সেবামূলক উপজেলা হিসেবে গড়ে তুলব।