আজঃ Sat, April 19, 2025 - 1:26:52
upazila ads

নড়াইলে আন্তঃ জেলা প্রতারক চক্রের  ১ সদস্য সহ ১৫ জন গ্রেফতার।

খবর
admin
পোস্টঃ 26/12/2020

নড়াইলে ডিবি পুলিশ ও থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃ জেলা প্রতারক চক্রের ১ সদস্য সহ বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা মূলে মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ (২৫ ডিসেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) জানান, গত ২৪ ডিসেম্বর দিনগত রাত্রে নড়াইল জেলার ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আন্তঃ জেলা প্রতারক চক্রের হোতা লোহাগড়া উপজেলার চরমল্লিকপুরের মৃত মুজিবর শেখের পুত্র আবু হেলাল আল মামুনকে যশোর বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়, তার বিরুদ্ধে নড়াইল জেলাসহ চুয়াডাঙ্গা, কুমিল্লা, গাজীপুর জেলায় ১টি সাজা মামলসহ আরও ৯টি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এছাড়াও নড়াইল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১ জন মাদক মামলার গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামীসহ ৪ জন আসামীকে গ্রেফতারী পরোয়ানা মুলে গ্রেফতার করা হয়েছে এবং নড়াইল সদর থানা ১ জন, লোহাগড়া থানা ৩ জন, কালিয়া থানা ৩ জন ও নড়াগাতি থানা পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।

upazila ads
© শ্যামল বাংলা 2025