






























কনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ৩দিনের পারিবারিক সফরে ঠাকুরগাঁওয়ে কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। করোনা ভ্যাকসিনে মির্জা ফখরুল আরো বলেন, আওয়ামী লীগের চিরাচরিত অভ্যাস দূর্নীতি করা চুরি করা, করোনা ভ্যাসিনের ক্ষেত্রেও এই মোহ ছাড়তে পারছেনা তারা। ৩ ডলার দিয়ে কেনা ভ্যকসিন ৫ ডলার দিয়ে কিনছে, বাংলাদেশের এই অতিরিক্ত দেড় ডলার কোন মন্ত্রী এমপির পকেট থেকে যাবে না, যাবে জনগণের প্রদত্ত ট্যাক্স থেকে এখানেও সরকারের দূর্নীতির একটা বড় অংশ রয়েছে আর এই কন্ট্রাক্ট যিনি পেয়েছেন তিনি সরকারের উপদেষ্টা হলেও ব্যাংকের একজন বড় ডিফোল্ডার, এ থেকেই বোঝা যায় দূর্নীতি এদেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির ঠাকুরগাঁও জেলা সভাপতি তৈমুর রহমান, সাধারন সম্পাদ মির্জা ফয়সাল আমিন ও অন্যান্য নেতৃবৃন্দ।