আজঃ Sat, April 19, 2025 - 1:25:06
upazila ads

করোনা সতেচনতায় মাস্ক ভিতরণ কমর্সূচি

খবর
জিসান আহমেদ
পোস্টঃ 29/11/2020

ঈশ্বরগঞ্জ প্রতিনিধী খায়রুল ইসলাম দিপুঃ
করোনা সতেচনতায় ঈশ্বরগঞ্জের নবীন লীগ নেতৃত্ববৃন্দ জনসাধারণের মাঝে মাস্ক ভিতরণ কমর্সূচি। আজ রোববার (২৯নভেম্বর)ঈশ্বরগঞ্জ উপজেলার জনসাধারণ মাঝে মাস্ক বিতরণ করেন উপজেলার নবীন লীগ।

মাস্ক বিতরণ কমর্সূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নবীন লীগের সভাপতি জনাব জাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক জনাব কামরুল ইসলাম সহ দলের সকল দায়িত্বশীল নেতৃত্ববৃন্দ। রোববার দুপুর বারটার দিগে ঈশ্বরগঞ্জ চৌরাস্তা প্রাঙ্গনে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করে নবীনলীগ নেতৃত্ববৃন্দ। করোনার দ্বিতীয় ঢেউ সামলানোর জন্য ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন ধরনেরর সেবা মূলক কাযর্ক্রম করছে দলটি।

unlimited
© শ্যামল বাংলা 2025