আজঃ Sat, April 19, 2025 - 1:31:34
unlimited

ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবকলীগের মানববন্ধন অনুষ্ঠিত

খবর
মোঃ মাহাবুব আলম
পোস্টঃ 29/11/2020

মাহাবুব আলম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মানে বিরোধিতার নামে বিএনপি-জামাত মদতপুষ্ট উগ্র মৌলবাদ ধর্মান্ধ গোষ্ঠী কর্তৃক জনমনে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগ।

২৯ নভেম্বর রবিবার সকালে জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে শহরের চৌড়াস্ত মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলা-উপজেলা-পৌর স্বেচ্ছাসেবকলীগ সহ বিভিন্ন নেতাকর্মী অংশ নেন।

পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলোর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, মানবসম্পদ বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সোহান,সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মুজাহিদুর রহমান শুভ,সহ-সভাপতি মাহামুদুল রশিদ,সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নূর ইসলাম তালাশ সহ জেলা-পৌর স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।

এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য হবেই। কোনো অপশক্তি নেই এটা প্রতিহত করার। যারা এই ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে রাষ্ট্র আইনি ব্যবস্থা গ্রহণ করে কঠোর শাস্তির দিতে হবে।

Upzila ads xx
© শ্যামল বাংলা 2025