






























এসময় ট্রাকের ড্রাইভার রনি দাশ (৪০) গুরুতর আহত হলে তাকে লামা সরকারি হাসপাতালে নেয়া হয়েছে। রনি দাশের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে দ্রুত চমেক হাসপাতালে রেফার করা হয়েছে। আহত ড্রাইভার অজ্ঞান থাকায় তার ঠিকানা জানা সম্ভব হয়নি।
সরজিমিনে দেখা যায়, লরি ট্রাকটি দুমড়ে মুচড়ে গেছে। লরি ট্রাকটি বিদ্যুতের পিলার নিয়ে চট্টগ্রাম থেকে লামা উপজেলায় আসছিল।
লামা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান বলেন, তার অবস্থা আশংকাজনক। মাথা চেপে গেছে, চোখ দুইটা নষ্ট, প্রচুর রক্তখনন ও বুক চেপে গেছে।
এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হন, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল, লামা ফায়ার সার্ভিসের উদ্ধার টিম, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড লামা আবাসিক প্রকৌশলী সাজ্জাদ সিদ্দিক।
লামা বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে আহত লরি ট্রাক ড্রাইভার রশি দাশের চিকিৎসার সকল দায়িত্ব নেয়া হয়।