আজঃ Sat, April 19, 2025 - 1:25:57
upazila ads

তিন শত ফুট পাহাড়ের খাদে লরি  ট্রাক, অল্পের জন্য বেঁচে গেলেন ড্রাইভার

খবর
জিসান আহমেদ
পোস্টঃ 25/11/2020

বান্দরবান প্রতিনিধিঃ মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী

লামা মাদানী নগর এলাকায় ৩শত ফুট পাহাড়ের খাদে লরি ট্রাক, ড্রাইভার গুরুতর আহত লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পাহাড়ের মাদানী নগর এলাকায় বিদ্যুতের পিলারবাহী একটি লরি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩ শত ফুট পাহাড়ের খাদে পড়ে গেছে। বুধবার (২৫ নভেম্বর ২০২০ইং) দুপুর ১২টায় এই দুর্ঘটনা ঘটে।ট্রাকটি খাদে পড়ার সময় ড্রাইভার ও হেলপার ট্রাকে ছিল।
লামা মাদানী নগর এলাকায় ৩শত ফুট পাহাড়ের খাদে লরি ট্রাক
৩ শত ফুট পাহাড়ের খাদে লরি ট্রাক

এসময় ট্রাকের ড্রাইভার রনি দাশ (৪০) গুরুতর আহত হলে তাকে লামা সরকারি হাসপাতালে নেয়া হয়েছে। রনি দাশের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে দ্রুত চমেক হাসপাতালে রেফার করা হয়েছে। আহত ড্রাইভার অজ্ঞান থাকায় তার ঠিকানা জানা সম্ভব হয়নি।

সরজিমিনে দেখা যায়, লরি ট্রাকটি দুমড়ে মুচড়ে গেছে। লরি ট্রাকটি বিদ্যুতের পিলার নিয়ে চট্টগ্রাম থেকে লামা উপজেলায় আসছিল।

লামা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান বলেন, তার অবস্থা আশংকাজনক। মাথা চেপে গেছে, চোখ দুইটা নষ্ট, প্রচুর রক্তখনন ও বুক চেপে গেছে।

এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হন, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল, লামা ফায়ার সার্ভিসের উদ্ধার টিম, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড লামা আবাসিক প্রকৌশলী সাজ্জাদ সিদ্দিক।

লামা বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে আহত লরি ট্রাক ড্রাইভার রশি দাশের চিকিৎসার সকল দায়িত্ব নেয়া হয়।

unlimited
© শ্যামল বাংলা 2025