





























এঘটনায় ক্ষতিগ্রস্ত ওই কৃষক এখন অসহায় হয়ে পড়েছে।
০১/১০/২০২১ইং ০২/১০/২০২১ইং দিবাগত গভীর রাতে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বামহাতির ছড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক কুমারমার ঝিরি এলাকার মোঃউসমান গণি পিতাআব্দু রহমান ধান চাষে শুরুতে ভালো ফসলের অাশায় বেসরকারি সংস্হা হইতে ঋণ গ্রহণ করে মালিক থেকে চাড়া দামে জায়গা বর্গা নিয়ে এ ধান চাষ করে বাসা থেকে ২ কিলোমিটার অদূরে ৪০ শতক জমিতে ধান চাষ করে পাহারা দিয়ে অাসছিলেন।
নানা প্রতিকুলতায় পরিচর্চার ফলে ধান ক্ষেত সবুজের সমাহার হয়ে উঠেছিল।
কিন্তু বিধিবাম ! ঘটনার দিন গভীর রাতে একটি বন্য হাতির পাল তাদের ধান ক্ষেতে হানা দিয়ে তান্ডব চালায়।
এসময় ধান ক্ষেত রক্ষায় অাশপাশের লোকজন এগিয়েগিয়ে এসে হাতি তাড়ালে ও ততক্ষণে হাতির পাল পুরো প্রায় ৩৫থেকে ৪০ শতক ধান ক্ষেত খেয়ে ও পায়ে মাড়িয়ে বিনষ্ট করে ফেলে।
এতে তাদের প্রায় ৩০(ত্রিশ হাজার টাকার) ক্ষতিসাধন হয় বলে দাবী করা হচ্ছে। এ কারণে ফসল নিয়ে তাদের দেখা স্বপ্নও ভেঙ্গে তছনছ হয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে ৩নংফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুর রহিম বলেন, ধন ক্ষেতে বন্য হাতির পাল তান্ডব চালিয়ে ফসলের ক্ষতি করেছে বলে অামাকে ফোনে জানিয়েছেন। যদি বেশি ক্ষতিসাধন হয়ে থাকে, তবে তাদেরকে সরকারি ভাবে অার্থিক সহায়তা পায়মতো সহযোগিতা করা হবে