আজঃ Thu, April 10, 2025 - 8:40:19
Union ads Xx

বিনা চিকিৎসায় মৃত্ত্যুর প্রহর গুনছে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন

খবর
জিসান আহমেদ
পোস্টঃ 21/09/2021

স্টাফ রিপোটাস মোঃমোরশেদ আলম চৌধুরীঃ ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছেন না বীর মুক্তিযোদ্ধা ও সাবেক বাংলাদেশ সেনাবাহিনীর লেন্স নায়েক রহুল আমীন। মুখ দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান শোনা যায় না রুহুল আমীনের। এমনকি কথাও বলতে পারেন না। বোবা হয়ে পড়ে আছেন বিছানায়। শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন অন্যের দিকে। একসময় কাঁধে রাইফেল তুলে নিয়েছিলেন, আর এখন অন্যের কাঁধে ভর করে চলতে হয়। আর্থিক অনটনে সঠিকভাবে চিকিৎসাও করাতে পারছেন না এই বীর, এক কথায় ভালো নেই তিনি। শার্শা উপজেলার বেলতা গ্রামের মৃত মোবারক আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা রহুল আমীন।
unlimited
© শ্যামল বাংলা 2025