আজঃ Thu, April 10, 2025 - 8:40:19
unlimited

লামা ফাসিয়াখলী  বড়ছনখোলা যুবকল্যাণ সমবায় সমিতির অভিষেক অনুষ্ঠিত

খবর
জিসান আহমেদ
পোস্টঃ 01/09/2021

স্টাফ রিপোটাস মোরশেদ আলম চৌধুরী ,

বান্দরবান লামা উপজেলার বড়ছনখোলা যুব কল্যাণ সমবায় সমিতি রেজিঃ নং- ৩৪৬ বা/বান -এর বার্ষিক অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে অতিথিরা ৯ জন বিশিষ্ট নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন।
গত রবিবার দিন ব্যাপী ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের বড়ছনখোলা পাড়াকেন্দ্র স্কুল প্রাঙ্গণে বিপুল উৎসাহ উদ্দীপনায় অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়। ২০০১ সালে প্রতিষ্ঠিত ১২৭ জন সদস্য বিশিষ্ট বড়ছনখোলা যুব কল্যাণ সমবায় সমিতির নবগঠিত কমিটিতে মোঃ শওকত আলী সভাপতি, মফিজুর রহমান সহ-সভাপতি, আবদুল হামিদ সাধারণ সম্পাদক, আবুল বশর সহ-সাধারণ সম্পাদক, মোসলেম উদ্দিন কোষাধ্যক্ষ ও রসিদ আহমদ, নুর মোহাম্মদ, রুবেল মিয়া, সিরাজ মিয়াকে সদস্য নির্বাচিত করা হয়েছে। বড়ছনখোলা যুব কল্যাণ সমবায় সমিতির সদস্য শিব্বির আলমের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়। দুদু মিয়া প্রকাশ ঠান্ডা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাবেদ মিরজাদা। বক্তব্যে প্রধান অতিথি বলেন, "দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ"। সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে অনেক কঠিন কাজও সহজ হয়ে যায়। সমাজে প্রতিষ্ঠা লাভ করতে একতাবদ্ধ হয়ে অগ্রসর হওয়া অত্যন্ত জরুরী। তাইতো আজ এই সমবায় সমিতির মাধ্যমে মানুষ অনেক উন্নতির সিঁড়িতে পা রেখেছে। আমি আশাকরি এই বড়ছনখোলা যুব কল্যাণ সমবায় সমিতি একদিন জেলা উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করবে। তার জন্য সকল সদস্যদের আগ্রহ দেখে আমিও সর্বাত্মক সহযোগিতা করে যাব ইনশাল্লাহ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামিলীগের সহ-সভাপতি মোঃ আবদুর রহিম মেম্বার, ইউনিয়ন যুবলীগের সভাপতি এরশাদুল রহমান, ৫নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি ফরিদুল আলম ও সাংবাদিক ফরিদুল আলম বাবলু প্রমুখ। অনুষ্ঠানের একপর্যায়ে মোঃ ফরিদুল আলম, জামাল উদ্দিন বাদশা, সাবেকুর রহমান, মনির আহমেদ ও শিল্পী জাফর আলম আজাদকে নিয়ে পাঁচ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। সবশেষে উপস্থিত সকলে মিষ্টিমুখ করার মধ্য দিয়ে নব গঠিত কমিটির সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন অতিথিবৃন্দ।
Union ads Xx
© শ্যামল বাংলা 2025