লামা আলীকদম চকরিয়া সড়কে কালভার্ট ভেঙ্গে যান চলাচল বন্ধ
খবর
মোরশেদ আলম
পোস্টঃ 11/08/2021
মোঃমোরশেদ আলম চৌধুরী
বান্দরবান লামা আলীকদম চকরিয়া প্রধান সড়কের মধুঝিরি মাষ্টারপাড়া এলাকায় ১টি কালবার্ট ভেঙ্গে সড়ক পথে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার রাত ৮টায় মধুঝিরি মাষ্টার পাড়া এলাকায় প্রধান সড়কের উপর নির্মিত দীর্ঘ দিনের (অর্ধশত বছর) পুরোনো কালবার্ট এর নিচের মাটি সরে গেলে, ইটের গাথুনী দ্ধারা নির্মীত গাইড ওয়ালটি হেলে যায়। যার কারণে কালবার্টটি ধসে যান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিনের ভারী বর্ষণে পাহাড়ি পানির তীব্র স্রোতে পুরোনো কালবার্ট এর নিচে ঝিরির পাড় ভেঙ্গে যাওয়াই এবং গাইড ওয়ালের গোড়ায় মাটি সরে গিয়ে কালবার্টটি ঝুঁকিপূর্ণ হয়ে যায়।
এলাকাবাসির দাবি, লামা-আলীকদম-চকরিয়া চলাচলের প্রধান সড়কে কাঠ ও পন্যবাহী এবং ঠিকাদারী প্রতিষ্ঠান উন্নয়ন কাজ করার জন্য প্রতিদিন অসংখ্য ট্রাক, কার্গো, লরী সহ ভারী যানবাহন চলাচল অব্যাহত থাকায়, এ সড়কে স্থায়ী ভাবে দীর্ঘ মেয়াদী সিসি ঢালাই প্রসস্থ ব্রীজ নির্মাণ করা হউক।
যাত্রীরা ভাঙ্গা কালভার্টটির এক প্রান্তে নেমে হেঁটে পার হয়ে, অপর প্রান্তে থাকা আরেকটি বাস অথবা জিপে চড়ে যাতায়াত করতে দেখা যায়।
দূর্ঘটনা রোধ করতে লামা থানা পুলিশ সড়কের দু’পাশে ব্যারিকেড দিয়ে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেন।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, এই সড়কের লামা-আলীকদম-চকরিয়া গামী যাত্রীদের যেন যানবাহন চলাচলে ভোগান্তি না হয় সেই বিষয়টি মাথায় রেখে, লামা বাজার হইতে সাবেক বিলছড়ি বিকল্প রোড়ে, যাত্রীবাহী জিপসহ হালকা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
সড়ক ও জনপদ বিভাগের বান্দরবান জেলা প্রকৌশলী মুসলে উদ্দিন চৌধুরী বলেন, দ্রুত ভেঙ্গে পড়া কালভার্টটি নতুন করে নির্মাণ করা হবে। তিনি সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন