মোঃ খায়রুল ইসলাম দিপু ২০২০ এর বাচাই করা কিছু কবিতা
লিখেছেনঃ মোঃ খায়রুল ইসলাম দিপু প্রকাশিতঃ 2020-12-27T09:57:00+06:00 পঠিত 726 বারমোঃ খায়রুল ইসলাম দিপু ২০২০ এর বাচাই করা কিছু কবিতা
নিজস্ব প্রতিনিধি
শৈশব স্মৃতি
মোঃ খায়রুল ইসলাম দিপু
আমি আবার ফিরে যেতে চাই
শৈশবের ভোরের মক্তবে।
আমি আবার ফিরে যেতে চাই
শৈশবের সেই কাদামাখা দিনগুলোতে।
আমি আবার চলে যেতে চাই,
শৈশবের আনন্দমাখা দিনগুলোতে।
আমি আবার চলে যেতে চাই শৈশবে,
যখন সন্ধ্যা হলে মা বলবে পড়তে বসতে।
আমি আবার ফিরে পেতে চাই,
শৈশবের হাট্টিমাটিম টিম গল্পে।
আমি আবার চলেযেথে চাই শৈশবের
বৃষ্টির দিনে পুকুরের ডোবাডুবির দিনগুলোতে,
যেথায় থাকে হাসি আর আনন্দ।
আমি চলে যেতে চাই শৈশবের
সেই দিনগুলোতে
যখন বিকাল হলেই
সবাই খেলার মাঠে ছুটে আসে।
আমি চলে যেতে চাই শৈশবের
সেই দিনগুলোতে যখন
সন্ধ্যা হলে সবাই পড়তে বসবে।
কতইনা মজার ছিল,
আমাদের শৈশবের দিনগুলো।
তারিখঃ০৮-০৩-২০২০
------------------------------------------
জন্মভূমির মায়া
মোঃ খায়রুল ইসলাম দিপু
জন্ম আমার সদূর এশিয়ায়,
ভারতর্বষের ছোট্ট একট্টি দেশে।
যেথায় মিশে আছে হাজারো,
দিনমজুর, আমলাদের গামের শহর।
যেথায় মিশে আছে আমার শৈশব স্মৃতি,
যেথায় মিশে আছে অভাগা মায়ের মূখকানি।
জন্ম আমার সুদুর মায়াঘেরা গাছগাছালি,
সবুজময় সুন্দর একটা দেশে।
যেথায় বয়ে যায়, সোনালী ঘানচিলের চায়।
যেথায় শীতের দিনে পিঠাপুলির ধুম পড়ে যায
যা কে গিরে জন্ম আমার হাজারো আশা,
যা কে নিয়ে স্বপ্ন আমার সুন্দর পৃথিবী গড়া।
সে মায়া ঘেরা জন্মভূমি টি হলো,
আমার প্রানের বাংলাদেশ।
তারিখঃ২২-০৭-২০২০
------------------------------------------
করোনার আফসানি
মোঃ খায়রুল ইসলাম দিপু
চারদিকে হা কার
এলো যে করোনা।
বন্ধ হলো সব
সরকারি অফিস আদালত।
বন্ধ হলো স্কুল কলেজ
এলো যে করোনা।
মানুষ মরতে শুরু হলো
এলো যে করোনা।
ঘাতকের চেয়ে ভয়ংকর
এলো যে করোনা
থমকে দিল,নিস্তব্ধ করে দিল
এল যে করোনা।
মানুষের মুখের বুলি হলো
এলো যে করোনা।
পুরো পৃথিবী ঘেসে নিলো
এলো যে করোনা।
তারিখঃ১৪-০৮-২০২০
------------------------------------------
প্রিয় পাঠকবৃন্দ,আসসালামু আলাইকুম। আমি মোঃ খায়রুল ইসলাম দিপু পড়াশোনার পাশাপাশি শখের বসে কিছু কবিতা লিখেছিলাম।আমার কবিতা গুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন।
পরিচিতি
মোঃ খায়রুল ইসলাম দিপু।বতর্মানে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ এ উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি। শখের বসে কিছু কবিতা লিখা। কবিতা গুলো কেমন লাগছে কমেন্ট জানাবেন।
Gmail:[email protected]